জামিন পেলেন এটিএন নিউজের সাংবাদিক সুমন
২৭ জুলাই ২০২০ ০২:৫০ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ০৪:০২
ঢাকা: সাইবার অপরাধ আইনে নারী সহকর্মীর দায়ের করা মামলায় এটিএন নিউজের সিনিয়র ক্রাইম রিপোর্টার ইমরান হোসেন সুমনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া ৫ হাজার টাকার মুচলেকায় এ জামিনের আদেশ দেন।
এদিন সুমনের পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই মো. সেলিম এ জামিন আবেদনের বিরোধিতা করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত ৫ হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
এর আগে গত ২০ জুলাই ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদের জন্য তাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
গত ১৯ জুলাই ইমরান হোসেন সুমনকে পল্লবী থানায় সাইবার ক্রাইম আইনে তারই এক সহকর্মীর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, এটিএন নিউজের এক নারী কর্মী পল্লবী থানায় আইসিটি আইনে যে মামলাটি করেছিলেন, ওই মামলায় সুমনকে গ্রেফতার করা হয়েছে।
ইমরান হোসেন সুমন এটিএন নিউজের রিপোর্টার জামিন আবেদন জামিন মঞ্জুর সাংবাদিক সুমন