Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খিলগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


২৭ জুলাই ২০২০ ০০:২২

ঢাকা: রাজধানীল খিলগাঁও নন্দীপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হামিমের বয়স সাড়ে তিন বছর বলে জানা গেছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

শিশুটির মা মুক্তা আক্তার জানান, তিন সন্তান ও স্বামী শরীফ মিয়াকে নিয়ে নন্দীপাড়া মাদরাসা গলি এলাকায় থাকেন তিনি। ঘটনার সময় তার ছেলে হামিম বাসার সামনে খেলছিল। হঠাৎ করেই ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঢামেকে হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে জানিয়েছে। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

অটোরিকশা ধাক্কা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর