Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেফতার


২৬ জুলাই ২০২০ ২০:০৫

মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগে পলাতক বাবা সেলিম বেপারীকে (৫০)  গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেলে যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের রব বেপারীর ছেলে সেলিম বেপারী তার মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান। চলতি মাসের ৫ জুলাই মেয়েকে ধর্ষণ করে সেলিম। পরে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা খুলে বলে। এ ঘটনায় মেয়ের মা গত ১৯ জুলাই রোববার রাতে বাদী হয়ে স্বামী সেলিম বেপারীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান সেলিমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্ষক বাবা গ্রেফতার পিরোজপুর মঠবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর