Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ


২৬ জুলাই ২০২০ ১৭:৩৮

বগুড়া: মাদ্রাসার এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশন’। রবিবার (২৬ জুলাই) বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসায় খাবার বিতরণ করা হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর থেকেই সংগঠনটি সারাদেশে নিম্নবিত্ত পরিবার এবং এতিমখানায় খাবার বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার রেজিয়া হাসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদুল হাসান ছোটন বলেন, ‘করোনার এই সময়ে অনেকেই আর্থিক কষ্টে আছেন। বিশেষ করে এতিমখানাগুলো খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করেছি সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর, তাদের মুখে হাসি ফোটানোর। এরই ধারাবাহিকতায় বগুড়ায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।’

বগুড়া হেল্প ফর ডিপরাইভড্ ফাউন্ডেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর