Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা-বন্যা-দুর্নীতির থাবায় দেশ ক্ষত-বিক্ষত: ন্যাপ


২৬ জুলাই ২০২০ ১৬:৩৪

ঢাকা: প্রাকৃতিক দুর্যোগ নভেল করোনাভাইরাস, বন্যার পাশাপাশি দুর্নীতিবাজদের থাবায় দেশ ক্ষত-বিক্ষত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার (২৬ জুলাই) এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ন্যাপের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশ আজ করোনা-বন্যার পাশাপাশি দুর্নীতিবাজদের কালো থাবায় ক্ষত-বিক্ষত। চারদিকে দুর্নীতিবাজদের জয়জয়কার। রাজনীতি দুর্নীতিবাজদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।’

তিনি বলেন, ‘ঐতিহাসিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর নেতৃত্বে যেমন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনই ন্যাপ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলার মানুষের অধিকার আন্দোলন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ন্যাপ সব সময়ই ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মওলানা ভাসানী ও তার পরবর্তী ন্যাপ নেতৃত্ব মশিউর রহমান যাদু মিয়া, শফিকুল গানি স্বপন আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। আমরা তাদের আদর্শে উজ্জীবিত হয়ে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্ব মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব। সামাজিক ন্যায়বিচার ও সব পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠাই বাংলাদেশ ন্যাপের লক্ষ্য।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা এ টি এম গোলাম মাওলানা চৌধুরী বলেন, ‘জনগণের অধিকার আদায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আর সেই পথের নির্দেশনা দিয়ে গেছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। মওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে বাংলাদেশ ন্যাপকে জনগণকে আশার আকাঙ্ক্ষা পুরনের রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে।’

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতা ইকবাল হোসেন রাজু বলেন, ‘দেশে বর্তমানে কেউ নিরাপদ নয়। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দুর্নীতি-দুর্বৃত্তায়নের ফলে সমগ্র জাতি উদ্বিগ্ন ও উৎকন্ঠিত। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দুর্নীতি আজ জাতীয় সমস্যায় পরিণত হচ্ছে। দেশে বর্তমানে দুর্নীতি যেন মহামারি আকার ধারণ করেছে। এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই।’

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাগপা সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়ক মো. মহসিন ভুইয়া, দলের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, নির্বাহী সদস্য মো. বেলায়েত হোসেন প্রমুখ।

করোনা দুর্নীতি ন্যাপ বন্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর