ফারমার্স ব্যাংকের টাকা আত্মসাৎ, সাহেদের বিরুদ্ধে মামলার অনুমোদন
২৬ জুলাই ২০২০ ১৬:২৯ | আপডেট: ২৭ জুলাই ২০২০ ১৬:২৯
ঢাকা: ফারমার্স ব্যাংক (বর্তমানে) পদ্মা ব্যাংক থেকে ১ কোটি টাকা আত্মসাৎ করার অপরাধে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে আরও একটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার ( ২৬ জুলাই) কমিশন মামলাটির অনুমোদন দেয় বলে দুদক সূত্রে জানা গেছে।
এ মামলায় আরও আসামি রয়েছেন সাবেক ফারমার্স ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও তার ছেলে ফয়সাল চিশতিও।
এর আগে, ২১ জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ চারজনের বিরুদ্ধে এনআরবি ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সেই মামলায় অন্যান্য আসামিরা হলেন, রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল, এনআরবি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার (এসই ব্যাংকিং) মো. সোহানুর রহমান ও ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ।
মামলায় বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এনআরবি ব্যাংক থেকে ২০১৪ সালের ৯ নভেম্বর তারিখ থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত সুদসহ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৩৬৫ টাকা আত্মসাৎ করেছেন।