র্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন নৌবাহিনী প্রধানকে
২৬ জুলাই ২০২০ ১৬:১২ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৬:১৩
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে নবনিযুক্ত নৌবাহিনী প্রধান মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
রোববার (২৬ জুলাই) গণভবনে তাকে এ র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গণভবন সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধানকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নৌ বাহিনী প্রধানের সফলতা কামনা করেন এবং দায়িত্বপালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
এর আগে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌ বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ শাহীন ইকবালকে। নবনিযুক্ত নৌ বাহিনী প্রধান শাহীন ইকবাল সদ্য বিদায়ী নৌ বাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।