ব্ল্যাক লাইভস ম্যাটার: টেক্সাসে নিহত ১, সিয়াটলে আটক বহু
২৬ জুলাই ২০২০ ১৫:৫৮ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৭:০৮
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ণবাদবিরোধী বিক্ষোভে গুলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) টেক্সাসের প্রধান শহর অস্টিনের শহরতলীতে এ ঘটনা ঘটে। টেক্সাস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
এক ফেসবুক লাইভে দেখা যায়, টেক্সাসের রাজধানীতে শতাধিক মানুষের এক বর্ণবাদবিরোধী মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় এক ব্যক্তি বিক্ষোভকারীদের ওপর রাইফেলের কয়েক রাউন্ড গুলি ছুঁড়েন। ওই মিছিলে বিক্ষোভকারীদের স্লোগান ছিলো, ‘মুষ্টিবদ্ধ করো, লড়াই করো’।
এ ঘটনার পর অস্টিনের পুলিশ ও জরুরি স্বাস্থ্য সেবা বিভাগ টুইটারে জানায়, মিছিলে গুলির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে বর্ণবাদবিরোধী আন্দোলন থেকে প্রায় ৪৫ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীদের দমন করতে পুলিশের ২১ কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন বলে জানানো হয়।
পুলিশের দাবি, সাপ্তাহিক ছুটির আগের দিন শনিবার সন্ধ্যায় হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। এসময় তারা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র ব্যবহার করেছে পুলিশ।
অন্যদিকে কেন্টাকিতে অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল বিক্ষোভকারী গত মার্চে পুলিশের হামলায় ব্রেয়না টেইলরের নিহতের ঘটনার বিচার দাবি করেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারী আগ্নেয়াস্ত্র বহন করছিলো। উল্লেখ্য, গত ১৩ মার্চ ২৬ বছর বয়সী আফ্রো-আমেরিকান কৃষ্ণাঙ্গ নারী টেইলরকে তার নিজ অ্যাপার্টমেন্টে ঢুকে হত্যা করে পুলিশ। এ ঘটনায় জড়িত লউজভিয়া মেট্রো পুলিশের তিন কর্মকর্তার একজনের চাকরি গেলেও কারো বিরুদ্ধেই ফৌজদারি অপরাধে মামলা হয়নি।