Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরাফিল আলম এমপির অবস্থা সংকটাপন্ন


২৬ জুলাই ২০২০ ০০:৪০

নওগাঁ: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুলতানা পারভীন বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন তিনি। গত ৬ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চিকিৎসার জন্য উনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষ কিছুটা সুস্থ হয়ে গত ১২ তারিখে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর উনার করোনা রেজাল্ট নেগেটিভ আসে। এর আগে তার করোনা পজিটিভ ছিল।’

তিনি বলেন, ‘বাসায় আসার পর ১৭ তারিখ কাশির সঙ্গে রক্ত বের হয়। পরে ওইদিনই আমরা তাকে ফের স্কয়ার হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রাত ১১ টায় হাসপাতাল কতৃপক্ষ জানায় তার শ্বাসকষ্ট হচ্ছে। তাকে ভেন্টিলেশন রাখতে হবে। গতকাল থেকে উনি ভেল্টিনেশনে আছেন।’

বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন বলে জানান তার স্ত্রী।

ইসরাফিল আলম এমপি টপ নিউজ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) সংকটাপন্ন

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর