গুলিস্তান থেকে গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার
২৫ জুলাই ২০২০ ২৩:২৩ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ২৩:২৯
ঢাকা: রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের সামনে বোমা সদৃশ বস্তুর ভেতর থেকে গ্রেনেডের ডেটোনেটর উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ডেটোনেটরটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর ছিদ্দিক।
তিনি বলেন, ‘এখনও ওই এলাকায় বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। আশপাশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’
পুলিশ সুত্রে জানা যায়, শবিবার (২৫ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে গুলিস্তান এলাকায় একজন ট্রাফিক সার্জেন্ট তার ব্যক্তিগত মোটরসাইকেল রেখে কিছুক্ষণ পর সেখানে এসে দেখতে পায় পেছনে একটা ব্যাগ ঝুলছে। ওই ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। ডাকা হয় বোমা নিষ্ক্রিয়করণ দলকে।
বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করার পর জানায়, ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে। এটি একটি গ্রেনেড ছিল বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। আশেপাশে আরও এরকম গ্রেনেড পড়ে আছে আছে কি-না বা কেউ ফেলে পালিয়েছে কি-না তা খুঁজে দেখা হচ্ছে।