Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ঢাকায় গ্রেফতার


২৫ জুলাই ২০২০ ২২:০২

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান শাকিল ওরফে সাইফুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার (২৫ জুলাই) র‍্যাব-১০ এর মেজর আনিছুর রহমান আনিছ (সিপিসি-৩) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। এসময় ১২২ পাতা লিফলেট, ২টি জিহাদি বই, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মেজর আনিছুর রহমান বলেন, ‘গ্রেফতার হওয়া জঙ্গিকে গত বুধবার (২২ জুলাই) মধ্য রাতে ঢাকার চকবাজার এলাকায় লিফলেট বিতরণের সময় গ্রেফতার করা হয়। অনুসন্ধানের স্বার্থে বিষয়টি প্রকাশে দেরি হয়েছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মেজর আনিছ বলেন, ‘গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সেলের লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। সে দেশের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিপন্থী উগ্র ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জিহাদী প্রচারপত্র বিলি করে সংগঠনের সদস্য সংগ্রহ করে।

শাকিল নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’রও একজন সদস্য বলেও জানা গেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চকবাজার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

চকবাজার জঙ্গি সংগঠন টপ নিউজ হিযবুত তাহরীর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর