Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু’


২৫ জুলাই ২০২০ ২১:১৬

ঢাকা: ‘যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির রিপোর্ট প্রচার বা প্রকাশ করেন- অনেকেই মনে করেন তারা পুলিশের শত্রু। কিন্তু আমি মনে করি, তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু। কারণ তারা পুলিশের দোষ-ত্রুটি ধরিয়ে দিচ্ছেন’— এভাবেই বলছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সুসজ্জিত অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজ ববস্থা। এ ক্ষেত্রে পুলিশ ও ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। তবে সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, তারা যেন অতিরঞ্জিত কিছু না করেন।’

অনুষ্ঠানের সম্মানিত অতিথি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুবুর রহমান বলেন, ‘পড়ালেখা শেষে আমি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে।’ বর্তমান করোনা পরিস্থিতি বর্ণনা করে তিনি বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে পুলিশ ও সাংবাদিকরাই কাজ করছেন। আর হাসপাতালে কাজ করছেন ডাক্তার ও নার্সরা।’

তিনি বলেন, ‘পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা বা চোর-ডাকাতদের গ্রেফতার করা না। আরও অনেক সামাজিক দায়িত্ব রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধরণের পুলিশ ব্যবস্থা চেয়েছিলেন, আমরা সেদিকে যাচ্ছি। পুলিশ যেভাবে চলছে তাতে আন্তর্জাতিক মানে পৌঁছতে বেশি সময় লাগবে না। করোনা পরিস্থিতি আমাদের সে সুযোগ করে দিয়েছে।’

বিজ্ঞাপন

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোরছালিন বাবলার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ ক্র্যাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্র্যাব পুলিশ প্রকৃত বন্ধু সাংবাদিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর