Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত


২৫ জুলাই ২০২০ ২০:৩১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মুছা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার ভিটিহোগলা গ্রামের আবুল সরকারের ছেলে ও ড্রেজারের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) তারেক পারভেজ জানান, সিলেটের শেরপুর থেকে নারায়ণগঞ্জে সকালে আসেন তিনি। ২নং রেলগেট এলাকার ফকিরটোলা মসজিদের সামনে আসলে তিনজন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় আকাশ ওরফে পাগলা আকাশ নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে স্থানীয়রা।

ছুরিকাঘাতে নিহত নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর