‘রোহিঙ্গা ইস্যুতে ভারত-চীন বাংলাদেশের পাশে ছিল না’
২৫ জুলাই ২০২০ ২০:১০ | আপডেট: ২৬ জুলাই ২০২০ ১৫:৫০
ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে ভারত এবং চীন বাংলাদেশের সঙ্গে শত্রুতা নয় বরং তাদের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশের পাশে ছিল না বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সারাবাংলা ফোকাস ‘ভারত মহাসাগরে উত্তেজনা এবং বাংলাদেশ’ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলা.নেটের স্পেশাল করেসপন্ডেন্ট এম এ কে জিলানী।
সাবেক পররাষ্ট্র সচিব বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে আমরা সমস্যায় ছিলাম, এখনো আছি। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে ভারত এবং চীন তাদের স্বার্থের কারণে আমাদের পাশে ছিল না। মিয়ানমারের সঙ্গে চীনের সিমান্ত রয়েছে। কিন্তু আমাদের নেই। এই কারণে চীন মিয়ানমারের পক্ষ নিয়েছে। একই সঙ্গে ভারত তাদের স্বার্থ দেখেছে। ভারত ভেবেছে আমাদের পক্ষ নিলে মিয়ানমার তাদের থেকে চলে যাবে। ভারতের বর্ডার সমস্যা রয়েছে সেখানে ভারত মাঝে মধ্যে মিয়ানমারের বডার্রে প্রবেশ করলেও তারা কিছুই বলে না। এছাড়া মিয়ানমারকে ভারত আরও সুবিধা দেয়। যার কারণে রোহিঙ্গা ইস্যুতে ভারতও আমাদের সঙ্গে ছিল না।’
তিনি আরও বলেন, ‘আমাদেরও এখন থেকে আমাদের স্বার্থ দেখতে হবে। যারা আমাদের বেশি সহায়তা দেবে, আমাদের উচিত হবে তাদের পক্ষ নেওয়া। আমাদের জাতীয় স্বার্থ আগে। বাংলাদেশ শান্তিতে বিশ্বাসী একটি দেশ। আমরা সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই। এছাড়া ভারত ও চীনের মধ্যে সংঘাত হলে আমাদের পক্ষ না নেওয়াটাই ভাল। আমরা চাই দুই দেশই শান্তিতে থাকবে এবং আমরাও শান্তি চাই।’
দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগ প্রসঙ্গে এই সাবেক সচিব আরও বলেন, ‘দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের বিনিয়োগ বেশি। চীন ও ভারতের ব্যর্থতা আছে। তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় কারও সঙ্গে চীনের সম্পর্ক ভালো না। আবার বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ায় ভারতের কারও সাথে সম্পর্ক ভাল না।’
বাংলাদেশের বর্ডারে ভারত নির্বিচারে মানুষ মারছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের বডার্রে ভারত নির্বিচারে মানুষ মারছে। যুদ্ধ অবস্থা নেই, তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। কিন্তু ভারতের সৈন্যরা আমাদের দেশের মানুষ মারছে প্রতিদিন। আচ্ছা যাদের মারা হচ্ছে তারা কি দেশদ্রোহী নাকি সন্ত্রাসী। এটা কোনো ধরনের সংজ্ঞায় পড়ে না।’
ভারত মহাসাগর বিষয়ে তিনি বলেন, ‘ভারত মহাসাগর ভারতের জন্য গুরুতপূর্ণ। তেল পরিবহনে চীনের জন্য এটি গুরুত্বপূর্ণ। এছাড়া চীনের অর্থনীতি ও ব্যবসার জন্য ভারত মহাসাগর অত্যান্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে চীন প্রভাব বিস্তার করে চলেছে। একইসঙ্গে ইন্দোনেশিয়া, জাপান ও অস্ট্রেলিয়া ভারত মহাসাগর ব্যবহার করছে। তবে চীন যেন ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একজোট হয়েছে। একই সঙ্গে ভারত মহাসাগর বিষয়ে চীন ভারতের কাছে হুমকি হয়ে পড়েছে।’
চীন ও ভারতের মধ্যে সাম্প্রতিক ইস্যু বিষয়ে জনাব তৌহিদ বলেন, ‘লাদাখের এই বিষয়ে প্রমাণ করে ভারত ও চীন এখন চরম উত্তেজনায় আছে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। একই সাথে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটাও ভালো যাচ্ছে না। ফলে সঙ্গত কারণেই ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের উচিত নিজেদের স্বার্থ দেখা। যারা আমাদের বেশি সাপোর্ট দেবে তাদেরকেই আমাদের সাপোর্ট দেওয়া উচিত।’