Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শিবপুরের চিনাদী বিলে মাছের পোনা অবমুক্তকরণ


২৫ জুলাই ২০২০ ১৭:২৭

নরসিংদী: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার চিনাদী বিলে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানের মধ্য দিয়ে  মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন।

বিশেষ অতিথি হিসেবি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি, মুনমুন জাহান লিজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেইন সহ আরো অনেকে।

বিজ্ঞাপন

সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষ চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে চিনাদী বিলের চারপাশে বৃক্ষ চারা রোপন এবং চারা বিতরণ করা হয়।

নরসিংদী নরসিংদীতে মৎস্য সপ্তাহ পালন