Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবকদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হবে


২৫ জুলাই ২০২০ ১৬:৩৭

ঢাকা: দেশের অর্থনীতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের যথাযথভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেজন্য উচ্চ শিক্ষার ওপর নির্ভর না করে যুবকদের প্রযুক্তি নির্ভব শিক্ষায় শিক্ষিত হতে হবে। এতে করে যুবকদের সহজে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বক্তারা।

শনিবার (২৫ জুলাই) সানেম ও অ্যাকশন এইড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনলাইন আলোচনায় বক্তরা এইসব কথা বলেন।

সানেম-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হানের সঞ্চলনায় ‘ইয়ুথ বাজেট ফ্রেমওয়ার্ক: এন অ্যাপ্রেইজাল’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। অ্যাকশন এইড বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ফারাহ কবির-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাহিম রাজ্জাক এমপি। প্যানেল আলোচক হিসাবে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)‘র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন তালুকদার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজিবুল ইসলামসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে দেশের যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি করে তাদেরকে যথাযতভাবে গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।‘

তিনি বলেন, ‘যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সবার আগে প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং তাদেরকে যথাযথভাবে প্রশিক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। সরকার সে দিকে নজর দিয়েছে। সেজন্য সরকার প্রতিটি মন্ত্রণালয়ে কাজ করছে। তবে প্রতিটি মন্ত্রণালয় ভিত্তিক কাজের সমন্বয় করতে একটি তদারকি সেল গঠন করা যেতে পারে।’

বিজ্ঞাপন

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘যুবকদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের অর্থনীতিক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অফিস আদালতে সবাইকে চাকরি দেওয়া সম্ভব হবে না। তাই কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করতে হবে। যুবকরা যেন প্রযুক্তির সুবিধাটা পায় তা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে যুবকরা ঘরে বসেও আয় করতে পারে। কিন্তু চলতি বাজেট মোবাইলে বাড়তি কর আরোপ করায় মানুষের প্রযুক্তি ব্যবহারের খরচ বেড়ে যাবে।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ কারণে অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসবে। এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রযুক্তি নির্ভর হতে হবে। সেজন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে যুবকদের প্রশিক্ষণ দিতে হবে। মন্ত্রণালয়গুলোরও দক্ষতা বাড়াতে হবে। সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে বিষয়টি এমন নয়। আমাদেরকে সৃজনশীল শিক্ষা ও উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।’

নাহিম রাজ্জাক এমপি বলেন, ‘যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে সবার আগে তাদেরকে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় গড়ে তুলতে হবে। সেজন্য প্রয়োজন সমস্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা সমন্বয় সৃষ্টি করা। প্রয়োজন একটা সেল গঠন করা যেতে পারে। যাতে করে যুবকদের যথাযথাভাবে প্রশিক্ষণ দেওয়া যায়।’

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘বর্তমানে বিশ্বের প্রেক্ষাপটে অর্থনীতি কর্মকাণ্ড চালিয়ে রাখতে হরে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। আর এই ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি যুবকদের মানসিক ও শারীরিক সুস্থতার বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। সেগুলো বাস্তবায়নের জন্য একটি সমন্বিত সেল গঠন করা যেতে পারে।’

বেকার যুকব