Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির আশ্বাসে অফিসে ডেকে নিয়ে ‘ধর্ষণ’


২৫ জুলাই ২০২০ ১৬:২৮ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ২০:১৩

ঢাকা: রাজধানীর বাড্ডা প্রগতি সরণির একটি অফিস কক্ষে (১৮) বছরের তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগিতার জন্য দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল আসামি পলাতক রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, মেয়েটির বাড়ি পটুয়াখালীতে। উচ্চমাধ্যমিক পাশ করার পর সে চাকরি খুঁজছিল। চাকরির উদ্দেশ্যে গত ৯ দিন আগে বাড্ডা হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় তার এক পরিচিতের বাসায় আসে। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক তাকে প্রগতি সরণির শেল্টার সিকিউরিটি সার্ভিসেস বিডি লিমিটেডে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এরপর গত শুক্রবার (১৭ জুলাই) তাকে প্রগতি সরণির গ ৯৭/১ নম্বর এই ভবনের চারতলার ওই কোম্পানির অফিসে নিয়ে যান।

এসআই আরও জানায়, ওই ব্যক্তি অফিসের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন এবং দ্বিতীয় আসামি অপারেশন ম্যানেজার শহিদুল হক (৪৫) রুমের দরজা বাইরে থেকে তালা আটকে দেন।

সিকিউরিটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাহিদ হাসানও (৪৫) ধর্ষণে সহায়তা করে। বেলা আড়াইটার দিকে ধর্ষণের শিকার হওয়ার পর কিশোরী লজ্জায় কাউকে কিছু না বলে পরিচিতের ওই বাসায় চলে যাযন এবং পরবর্তীতে অন্য একটি অনলাইন শপিংয়ে চাকরি নেন। সেখানে চাকরিরত অবস্থায় সহকর্মীদের কাছে ঘটনা খুলে বলেন। সহকর্মীরা তাকে নিয়ে শুক্রবার রাতে বাড্ডা থানায় এসে ঘটনার বিস্তারিত জানায় এবং ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

এসআই জানায়, মামলার পরিপ্রেক্ষিতে তরুণীকে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষণের সহায়তাকারী দুই আসামিকে গ্রেফতার করা হয়। তবে মূল আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি বলে তার নাম-পরিচয় জানাতে রাজি হননি এসআই।

 

চাকরির আশ্বাস ধর্ষণ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর