Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত


২৫ জুলাই ২০২০ ১১:৫৩ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৫:০৮

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যা-ডাকাতিসহ এক ডজন মামলার এক আসামি নিহত হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোরে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সরল ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

নিহত শের আলীর (৩০) বাড়িও সরল ইউনিয়নে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান সারাবাংলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন- গভীর রাতে সরল ব্রিজের কাছে একদল ডাকাত ডাকাতি করতে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ওই এলাকায় যান।

এএসপি মাশকুরের দাবি, র‌্যাব সদস্যদের দেখে ডাকাতদল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। দুইপক্ষের গুলি বিনিময়ের পর ডাকাতরা পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ শের আলীর লাশ উদ্ধার করা হয়। দুইপক্ষের গোলাগুলির মধ্যে নিজ দলের সদস্যদের গুলিতে শের আলী নিহত হয়েছে বলে দাবি এএসপি মাশকুরের।

ঘটনাস্থল থেকে তিনটি বন্দুক, ১৩ রাউন্ড গুলি ও চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, শের আলীর নিজস্ব একটি সংঘবদ্ধ ‘ডাকাতদল’ ছিল। তারা সাগরে গিয়ে মাছ ধরার ট্রলারে লুট, জেলেদের জিম্মি-অপহরণ করে টাকা আদায় করত।

শের আলীর বিরুদ্ধে হত্যা, দস্যুতাসহ অন্তত ১২টি মামলা আছে বলে র‌্যাব জানিয়েছে।

আসামি চট্টগ্রাম টপ নিউজ বন্দুকযুদ্ধ র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ