Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস লাইন থেকে আগুন: দগ্ধ শিশুর মৃত্যু


২৫ জুলাই ২০২০ ১১:৩২ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৪:২০

ঢাকা: রাজধানীর বংশাল কসাইটুলীতে গ্যাস লাইন থেকে বৃহস্পতিবারের (২৩ জুলাই) আগুনের ঘটনায় দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাতের (৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জান্নাতের মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ডা. সামন্ত লাল সেন জানান, জান্নাতের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে আইসিইউ’তে তার মৃত্যু হয়েছে।

পাশাপাশি মৃত জান্নাতের চাচা মো. তফসির সারাবাংলাকে জানান, ঘটনার দিন থেকেই তাকে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে ভর্তি রাখা হয়েছিল।

এদিকে, জান্নাতের মা-বাবা গুরুতর দগ্ধ অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়াও আগুনের ঘটনার সময় বিস্ফোরণে দেয়াল চাপায় জান্নাতের তিন বছর বয়সী ছোট ভাই মইনুলেরও মৃত্যু হয়েছিল।

এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল আটটার দিকে রাজধানীর বংশালস্থ কসাইটুলি ৪৪/১ নম্বর বাড়ির নিচতলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে।

আগুন কসাইটুলি গ্যাস লাইন টপ নিউজ বংশাল মৃত্যু শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর