মেসেঞ্জার রুম: লাইভ ভিডিও কল সুবিধা আনছে ফেসবুক
২৫ জুলাই ২০২০ ০০:২৪ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ১০:৩৯
ভিডিও কল লাইভ সম্প্রচারের ফিচার আনছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক। খবর রয়টার্স।
এদিকে ফেসবুক জানিয়েছে, ‘মেসেঞ্জার রুম’ এর মাধ্যমে লাইভ ভিডিও কলে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ জন। নতুন এই ফিচারের মাধ্যমে অন্যান্য ব্যক্তিদের আমন্ত্রণ পাঠাতে পারবেন ব্যবহারকারী। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারাও এই রুমে জয়েন করে ভিডিও কলে অংশ নিতে পারবেন বলে জানানো হয়েছে।
এছাড়াও, ফেসবুকের যে কোনো প্রোফাইল, পেজ বা গ্রুপ থেকে গ্রুপ ভিডিও কল লাইভ সম্প্রচার করা যাবে।
এর আগে, ফেসবুকে কোনো ভিডিও কল লাইভ সম্প্রচার করতে হলে থার্ড পার্টি সফটওয়্যার সেবার সহায়তা প্রয়োজন হতো। মেসেঞ্জার রুমের মাধ্যমে ফেসবুক তাদের ওই ঘাটতি মিটিয়ে ফেলতে সক্ষম হলো।
অন্যদিকে, করোনাভাইরাস সংক্রমণের মুখে আরোপিত লকডাউনের কারণে ভিডিও কনফারেন্সিং সেবাগুলোর চাহিদা বেড়েছে। এই সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিও মিটিং অ্যাপ জুম- এর সেবা। ভিডিও কনফারেন্সিং সেবার ক্রমবর্ধমান চাহিদার কারণেই ফেসবুক প্লাটফর্মেও একই ধরনের সেবা যোগ করা হলো বলে প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতোমধ্যেই, নির্দিষ্ট কিছু দেশে নিজস্ব প্লাটফর্ম এবং মেসেঞ্জার ওয়েব সংস্করণে চালু হচ্ছে নতুন এই ফিচার। পাশাপাশি, ‘মেসেঞ্জার রুম’ রয়েছে এমন অন্যান্য দেশেও শীঘ্রই ফিচারটি চালু করবে ফেসবুক।
প্রসঙ্গত, চলতি বছর জুন মাসে আগের বছরের তুলনায় ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার দ্বিগুণ হয়েছে।
জুম জুম ভিডিও কনফারেনসিং অ্যাপ্লিকেশন ফেসবুক মেসেঞ্জার রুম লাইভ ভিডিও কল