যমুনায় ভয়াবহ ভাঙন, মুহূর্তেই বিলীন শতাধিক বাড়ি
২৪ জুলাই ২০২০ ২২:৪৭ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ০৮:৩৩
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙনে মুহূর্তেই যমুনার গর্ভে বিলীন হয়ে গেলো শতাধিক ঘরবাড়ি। ভাঙনের ফলে হুমকির মুখে রয়েছে আশপাশের আরও দু’তিনটি গ্রাম। শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় এ ভাঙন শুরু হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই একশ’র বেশি বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আলম জানান, দুপুর থেকে হঠাৎ করে শুরু হয় ভাঙন। এইরকম নদী ভাঙন আগে কখনো তিনি দেখেননি। মুহূর্তের মধ্যেই শতাধিক বাড়ি-ঘর, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনকবলিত মানুষগুলো নিরাপদ আশ্রয়ে যেতে পারলেও এখন তারা গৃহহীন ও নিঃস্ব। আশপাশের আরও কয়টি গ্রাম ভাঙনের হুমকিতে রয়েছে বলেও জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম ঘটনাস্থল পরিদর্শন করার পর সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্তদের আপাতত বিভিন্ন স্কুল, মাদ্রাসায় রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘সিমলা স্পারের স্যাংক বাঁধটা ভেঙে বিচ্ছিন্ন হওয়ার পর যমুনার স্রোত ঘুরে সরাসরি বাঁধে আঘাত হানে। এ কারণে হঠাৎই ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে জরুরিভিত্তিতে বালি ভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, গত ১ জুন সিমলা-পাঁচঠাকুরী স্পারের স্যাংকবাধটি প্রায় ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। বালির বস্তা ফেলে কোনরকমে বাঁধটি সংস্কার করা হলেও তিন সপ্তাহের মাথায় স্পারের মূল স্যাংকসহ অধিকাংশ এলাকা নদী গর্ভে চলে যায়। মূল স্পার থেকে বিচ্ছিন্ন হয় স্যাংক বাঁধটি। এরপর থেকেই এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দেয়।