Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু, নতুন আক্রান্ত ২৬


২৪ জুলাই ২০২০ ১৮:০৪ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৮:০৫

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাসকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল আজিজ (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মাসকাটা গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, গত ১৯ জুলাই শিক্ষক শেখ আব্দুল আজিজের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর তাকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে তিনি বাড়িতে চলে আসেন। হঠাৎ শুক্রবার রাত ১টার দিকে মাসকাটা গ্রামে তার বাড়িতে মারা যান শেখ আব্দুল আজিজ। করোনা স্বাস্থ্যবিধি মেনে দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এই নিয়ে ফকিরহাট উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হলো।

বিজ্ঞাপন

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, জেলায় গত ২৪ ঘন্টায় একজন প্রধান শিক্ষকের মৃত্যুসহ নতুন করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ফকিরহাটে উপজেলায় ৮ জন, শরণখোলা উপজেলায় ৬ জন, মোংলা উপজেলায় ৪ জন, চিতলমারী উপজেলায় ৪ জন, সদর উপজেলায় ৩ জন ও কচুয়া উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১৫ জনে। এরমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। ৩০১ জন সুস্থ হয়েছেন।

করোনায় আক্রান্ত বাগেরহাট বাগেরহাটের প্রধান শিক্ষক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর