মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
২৪ জুলাই ২০২০ ১৬:৫৩
খাগড়াছড়ি: জেলার মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকা থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
নুর মোহাম্মদ একই এলাকার রহমান আলীর ছেলে এবং এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন।
নিহতের স্ত্রী জোহরা আক্তার জানান, ভোর সাড়ে ৪টার দিকে তিন জন যুবক এসে এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলেন। টিপু যেতে অস্বীকৃতি জানালেও অনেক অনুরোধ করে করে তাকে নিয়ে যাওয়া হয়। পরে লোকজন থেকে খবর পেয়ে সাপমারা ব্রিজের নিচে তার মরদেহ পাওয়া যায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূইয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নুর মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের শরীরে, মাথায় আঘাতের চিহ্ণ রয়েছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার হাত-পা টেপ দিয়ে বাঁধা রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।