শনিবার গণসংহতি’র জনস্বাস্থ্য কনভেনশন
২৪ জুলাই ২০২০ ১৫:৩৩ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৮:৪২
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘জনস্বাস্থ্য কনভেনশন ২০২০’ আয়োজন করেছে গণসংহতি আন্দোলন। শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী অনলাইনে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণসংহতি আন্দোলন জানিয়েছে, সারাদিনের কর্মসূচিকে পাঁচটি সেশনে ভাগ করে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার স্বাস্থ্য সম্পর্কিত ব্যবস্থাপনা, মহামারি পরিস্থিতিতে এই খাতের বর্তমান অবস্থা এবং এ থেকে উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এসব সেশনে। কনভেনশন উদ্বোধন করবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
কনভেনশনের প্রথম সেশনের বিষয় রাখা হয়েছে ‘স্বাস্থ্যের অধিকার, মৌলিক অধিকার, বিদ্যমান অবস্থা এবং গণমুখী সর্বজনীন স্বাস্থ্য ব্যবস্থার রূপরেখা’। অন্যদিকে ‘প্রাণ-প্রকৃতি সুরক্ষা, নগরায়ন ও জীবনযাপনের পরিবর্তন, মহামারি ও জনস্বাস্থ্য যেসব রূপান্তর দাবি করে’— এটি রাখা হয়েছে দ্বিতীয় সেশনের বিষয়। এছাড়া ‘আর্থসামাজিক বিকাশে স্বাস্থ্য ব্যবস্থার পুনর্গঠন কেন অপরিহার্য?’, ‘দুর্নীতি ও আমলাতান্ত্রিক কর্তৃত্বমুক্ত এবং জবাবদিহিতাপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থার শাসনতান্ত্রিক ও আইনি কাঠামো’ এবং ‘স্বাস্থ্য ব্যবস্থার গণমুখী রূপান্তরে রাজনৈতিক করণীয়’ নিয়ে আরও তিনটি সেশন অনুষ্ঠিত হবে।
দেশের প্রথিতযশা জনস্বাস্থ্য বিশেষেজ্ঞ, ভাইরোলজিস্ট, বিশেষ চিকিৎসক, চিকিৎসা নৃবিজ্ঞানী, ওষুধ বিজ্ঞান বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, পরিবেশ আইনবিদ, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, নৃবিজ্ঞানী, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, গণমাধ্যম বিশেষজ্ঞ, রাজনীতি বিশ্লেষক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এসব সেশনে বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
গণসংহতি জানিয়েছে, অনলাইন এই কনভেনশন গণসংহতি আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রাচর হবে। অনলাইন লিংকে গিয়ে নিবন্ধন করে দেশ ও দেশের বাইরে থেকে যে কেউ সরাসরি এসব সেশনের জন্য সম্পূরক আলোচনা, প্রশ্ন, প্রস্তাবনা বা পরামর্শ দিতে পারবেন।
গণসংহতি আন্দোলন জনস্বাস্থ্য কনভেনশন জোনায়েদ সাকি নভেল করোনাভাইরাস