মধ্য প্রদেশের ভাইরাল সবজি বিক্রেতা – রাইসা আনসারি
২৪ জুলাই ২০২০ ১৫:০৫ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৫:০৮
ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ইন্দোরে সবজি বিক্রি করতেন রাইসা আনসারি। কিন্তু, পৌরসভার লোকেরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে তাকে বাধা দিচ্ছে। আনসারি এর প্রতিবাদ জানিয়েছেন ইংরেজিতে। সেই ভিডিও মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এদিকে, ভারতের গণমাধ্যম এনডিটিভি স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, রাইসা আনসারি মধ্য প্রদেশের ইন্দোরেরই বাসিন্দা। তার ইংরেজি শুনে সেখানে উপস্থিত জনতা তার কাছে শিক্ষাগত যোগ্যতা জানতে চাইলে তিনি বলেন, ইন্দোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি ডিগ্রি রয়েছে তার।
নভেল করোনাভাইরাস সংক্রমণের মুখে সারাবিশ্বেই কর্মসংস্থান হারিয়েছেন লাখ লাখ মানুষ। সবচেয়ে বিপদে পড়েছেন দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষেরা। ভারতও এর ব্যতিক্রম নয়। সেখানে কর্মজীবী হাঁসফাঁস অবস্থা।এই পরিস্থিতিরই শিকার রাইসা আনসারি – জানিয়েছে এনডিটিভি।
প্রকাশিত ভিডিও থেকে দেখা যাচ্ছে, বেশ প্রতিবাদী স্বরে তিনি বলছেন, বাজার বন্ধ। ক্রেতা নেই। রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি আমি। কিন্তু পৌরসভার লোকেরা তাও করতে দিচ্ছেন না। পরিবারের ২০ সদস্য। কী করে রোজগার করব? কী খাব? কী ভাবে বাঁচব?
অন্যদিকে, ম্যাটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে তিনি কেন সবজি বিক্রি করছেন – এমন প্রশ্নের জবাবে রাইসা আনসারি বলেন, আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে? করোনাভাইরাসের প্রাদুর্ভাব মুসলিমদের কারণে বেড়েছে এই ধারণা গোটা ভারতে। যেহেতু, আমার নাম রাইসা আনসারি, কোনো কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে আগ্রহী নয়।
ইন্দোর কোভিড-১৯ নভেল করোনাভাইরাস মধ্য প্রদেশ ম্যাটেরিয়াল সায়েন্স রাইসা আনসারি