ঈদের ছুটিতে কর্মস্থলে থাকতে হবে আদালতের কর্মকর্তা-কর্মচারীদের
২৪ জুলাই ২০২০ ০৮:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ০৮:৪৭
ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে আসছে পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে আদালতের বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এই নির্দেশের ফলে আদালতের বিচারকসহ কর্মকর্তা-কর্মচারীরা কেউ ঈদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তরুজ্জামান ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি বা ঐচ্ছিক ছুটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাসহ সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এদিকে, পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটিতে অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। ছুটির এ সময়টিতে ১২ জন বিচারপতির মাধ্যমে ১২টি বেঞ্চ অনলাইনে ভার্চুয়ালি শুনানি করবেন।
আদালত ঈদের ছুটি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ নয় বিচারক সুপ্রিম কোর্ট প্রশাসন