Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কাটা-পুকুর ভরাট-অবৈধ ইটভাটা: ৪ লাখ টাকা জরিমানা


২৩ জুলাই ২০২০ ২২:৩৫ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো: পুকুর ভরাট, পাহাড় কাটা ও অবৈধ ইটভাটা পরিচালনায় দায়ীদের পৃথকভাবে প্রায় চার লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এসব অভিযোগের ওপর শুনানি হয়। শুনানি শেষে  সংস্থার পরিচালক (মহানগর) মোহাম্মদ নূরুল্লাহ নূরী এ আদেশ দিয়েছেন।

পরিবেশ অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম নগরীর আরেফিন নগর এলাকার জালালাবাদে জনৈক রফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুর রহমান মিলে ৭ হাজার ২০০ ঘনফুট আয়তনের একটি পুকুর ভরাটের অভিযোগ পেয়ে বুধবার অভিযানে যায় পরিবেশ অধিদফতরের টিম। পরিদর্শনে সত্যতা পাবার পর দু’জনকে ৭২ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশের পাশাপাশি পুনরায় ভরাট করা অংশ খননের নির্দেশ দেওয়া হয়েছে।

নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী এলাকায় আনসার আলী নামে একজনের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পায় পরিবেশ অধিদফতর। গত ৭ জুলাই পরিদর্শনে গিয়ে ১২২৫ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পান কর্মকর্তারা। বৃহস্পতিবার শুনানিতে তাকে এক লাখ ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের মধ্যে পাহাড়ের কেটে ফেলা অংশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদে সিটি করপোরেশনের অধীন এলাকার ভেতর অনুমোদনহীন দু’টি ইটভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এগুলো হচ্ছে— মইনুল ইসলামের মালিকানাধীন এবিআই ব্রিকস ও মো. সেলিমের চট্টলা ব্রিকস। একইসঙ্গে ১৫ দিনের মধ্যে ইটভাটার চিমনি ভেঙে সেগুলোকে অন্য এলাকায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অবৈধ ইটভাটা জরিমানা পরিবেশ অধিদফতর পাহাড় কাটা পুকুর ভরাট

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর