‘ওয়াশিংটনের চীনা দূতাবাসে হামলা ও হত্যা হুমকি’
২৩ জুলাই ২০২০ ২২:১৬
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ চীনা দূতাবাসে বোমা হামলা ও কূটনীতিকদের হত্যা হুমকি পাওয়ার অভিযোগ করেছে চীন।
এদিকে, বুধবার (২২ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক টুইটার বার্তায় এ হুমকির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দায়ী করেছেন।
ওই টুইটার বার্তায় হুয়া চুনিং বলেন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ঘৃণা ও বিদ্বেষমূলক প্রচারের ফলে দূতাবাসে এই বোমা হামলা এবং হত্যা হুমকি আসছে।
As a result of smears & hatred fanned up by the #US gov, the Chinese embassy has received #bomb & #DeathThreats.
— Hua Chunying 华春莹 (@SpokespersonCHN) July 22, 2020
এর আগে, মঙ্গলবার (২১ জুলাই) চীনা কর্মকর্তাদের বড় ধরনের গুপ্তরচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনস্থ চীনা কনস্যুলেট অফিস শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা জারি করে মার্কিন প্রশাসন। তারপরেই, চীনের পক্ষ থেকে তাদের দূতাবাসে হামলা ও হত্যা হুমকির ব্যাপারে জানানো হলো।
হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের ‘উস্কানিমূলক’ নির্দেশ
তবে, ওই হুমকির ব্যাপারে চীনের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এমনকি, কারা হত্যার হুমকি পেয়েছেন তাদের পদবীও জানা যায়নি।
অন্যদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার বক্তব্যে চীনের বিরুদ্ধে আনা যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির অভিযোগও অস্বীকার করেছেন। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো কিছুতে হস্তক্ষেপ করা চীনের পররাষ্ট্র নীতির ধারা নয় – বলেও জানান তিনি।
পাশাপাশি, হিউস্টনের কনস্যুলেট বন্ধ করা নিয়ে বিরোধের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে চীনের আরও কনস্যুলেট বন্ধের হুমকি দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। দু’পক্ষের মধ্যে বিরাজমান উত্তেজনায় রসদ জোগাচ্ছে সানফ্রানসিসকো’র চীনা কনস্যুলেট। ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা চীনা বিজ্ঞানী জুয়ান তাং গ্রেফতার এড়াতে সানফ্রানসিসকোর চীনা কনস্যুলেটে লুকিয়ে আছেন বলে অভিযোগ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
এ ব্যাপারে এফবিআই বলছে, চীনা সেনাবাহিনীর সঙ্গে ওই বিজ্ঞানীর সম্পৃক্ততা আছে। কিন্তু যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য ভিসার আবেদনপত্রে তিনি সে কথা গোপন করেছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বিজ্ঞানীদের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কর্মসূচি দীর্ঘদিন ধরে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রয়েছে তার অংশ হিসাবে জুয়ান তাং’কে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে চীনের পন্ডিতদের হয়রানি ও দমন-পীড়নের জন্য ‘অজুহাত’ দাঁড় করাতে চাচ্ছে।
ওয়াশিংটন চীন টপ নিউজ টেক্সাস যুক্তরাষ্ট্র সানফ্রানসিসকো হত্যা হুমকি হামলা হিউস্টোন