Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্ট অঙ্গনে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক


২৩ জুলাই ২০২০ ১৮:৫৪ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ০১:২৯

ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে আগত সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহারের ওপর নির্দেশনা জারি করেছে কোর্ট প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার রোধে সুপ্রিম কোর্টে কর্মরত সব কর্মকর্তা ও কোর্টে আগত আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে। পরিপত্রে প্রতিটি কর্মস্থলে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন জায়গাগুলোতে আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়। তারই আলোকে এ নির্দেশনা জারি করা হয়।

করোনা কোভিড ১৯ করোনাভাইরাস টপ নিউজ নভেল করোনাভাইরাস সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর