নির্যাতক প্লাবনের দ্রুত গ্রেফতার দাবি নারী সাংবাদিক কেন্দ্রের
২৩ জুলাই ২০২০ ১৭:৪৫ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ১৯:৪৮
ঢাকা: সাংবাদিক পারুলের উপর শারীরিক-মানসিক নির্যাতনকারী ও ভ্রণ হত্যাকারী তার সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজিদা ইসলাম পারুলের উপর ভয়ানক শারীরিক নির্যাতন করা হয়েছে। নারী নির্যাতন, যৌতুক দাবি ও ভ্রূণ হত্যার অভিযোগে প্লাবনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন তিনি।
কিন্তু দীর্ঘ দুই মাস হয়ে গেলেও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, প্লাবনকে এখনও গ্রেফতার করা হয়নি। নারী সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে প্লাবনের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করা হচ্ছে।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র রেজাউল করিম প্লাবন সাজিদা ইসলাম পারুল