Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে শিশু নিহত


২৩ জুলাই ২০২০ ১৬:৪৯

ঢাকা: রাজধানীর বংশাল কসাইটুলী সামসাবাদ লেন এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণের ফলে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া তিনজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বলেন, ‘গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। এতে বাসায় থাকা মইনুল (৪) নামে এক শিশু মারা যায় এবং তিনজন দগ্ধ হয়। তাদের নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি। নিহত মইনুলের বাবার নাম জাবেদ আলী।’

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পারি গতকাল রাস্তায় গ্যাস লাইন মেরামত করে। সেখানে কেউ হয়ত সিগারেট খেয়ে ফেলেছে। এ কারণে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

গ্যাস লাইন বিস্ফোরণ দগ্ধ বংশাল বিস্ফোরণ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর