Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ জনের মৃত্যুর দিনে শনাক্ত ২৮৫৬, সুস্থ ২০০৬


২৩ জুলাই ২০২০ ১৪:৪৬ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ১৯:২০

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৫৬ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৬ হাজার ১১০ জন। আর একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৬ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ২০৮ জন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯২টি। আগের নমুনাসহ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৩৯৮টি। গত ২৪ ঘণ্টায় যেসব নমুনা পরীক্ষা হয়েছে এর মধ্যে ২ হাজার ৮৫৬ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক শূন্য ৩ শতাংশ।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮০১ জন। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী। এ পর্যন্ত ২ হাজার ২০৯ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন যা, মোট মৃতের ৭৮ দশমিক ৮৬ শতাংশ। আর একই সময়ে ৫৯২ জন নারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃতের ২১ দশমিক ১৪ শতাংশ। বয়স বিভাজনে গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাতজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৬ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন এবং ৮১ থেকে বছরের ৯০ বছরের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২ হাজার ৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ লাখ ১৯ হাজার ২০৮ জন। আক্রান্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ।

কোভিড-১৯ টপ নিউজ বুলেটিন স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর