কক্সবাজারে কাভার্ড ভ্যান-লেগুনা মুখোমুখি, ৭ জনের মৃত্যু
২২ জুলাই ২০২০ ২১:২৩ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ০১:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে সাত জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থল থেকে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার ইকবাল হোসাইন।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নিহত সাত জনের মধ্যে চার জনের নাম-পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজারের আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের মিনার উদ্দিন (২৩) ও চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।
ঘটনাস্থলে যাওয়া কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন সারাবাংলাকে বলেন, ‘আমরা সাত জনের লাশ পেয়েছি। দু’জনকে আহত অবস্থায় পেয়েছি। হতাহত সবাই হিউম্যান হলার লেগুনার যাত্রী বলে জানতে পেরেছি। এদের মধ্যে একজন লেগুনার চালকও সম্ভবত আছেন। আহত দু’জনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। ডাক্তার বলেছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর স্থানীয় রুটে চলাচলকারী লেগুনা হারবাংয়ের দিকে যাওয়ার পথেই মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনার সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযানে নামে। সড়কের পাশে খাদে পড়ে যাওয়া গাড়িগুলোকে ক্রেন দিয়ে সরানো হচ্ছে।’
দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ‘সুনির্দিষ্ট কারণ জানতে পারিনি। বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে খানাখন্দ আছে। এ কারণে দুর্ঘটনা হয়েছে বলে স্থানীয়রা সন্দেহ করছেন।’
৭ জনের মৃত্যু টপ নিউজ মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী হিউম্যান হলার লেগুনা হিউম্যান হলার