Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ডিজি নিয়োগের জন্য কাজ শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী


২২ জুলাই ২০২০ ২০:৫৯ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ০১:১৭

ঢাকা: জনপ্রশাসন থেকে নিয়োগের ফাইল হাতে পেলেই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ সংক্রান্ত কাজ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। যেহেতু তিনি গ্রেড-১ ভুক্ত কর্মকর্তা ছিলেন তাই তার পদত্যাগপত্র গ্রহণে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

বুধবার (২২ জুলাই) সংবাদ ব্রিফিংয়ে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ‘একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে। এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি-না তা খতিয়ে দেখা হবে।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)-কে বদলি করা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, এটি কেবল পরিচালক হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

চীনের ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চীনের ভ্যাকসিন দেশে প্রয়োগ হবে কি-না কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে ব্যাপারে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিভিন্ন দেশের ভ্যাকসিনের কার্যকারিতার ওপরও চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে রকম সিদ্ধান্তই নেবে।’

করোনা কোভিড-১৯ জাহেদ মালেক টপ নিউজ নভেল করোনাভাইরাস স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর