বৃষ্টি-জোয়ারে খাল-সড়ক একাকার, ২ কিশোরীর মৃত্যু
২২ জুলাই ২০২০ ১৯:৫৮ | আপডেট: ২২ জুলাই ২০২০ ২০:০০
চট্টগ্রাম ব্যুরো: বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া সড়কে হাঁটার সময় অসাবধানতাবশত খালে পড়ে মারা গেছে দুই কিশোরী। ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালে তল্লাশি করে তাদের লাশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর হালিশহরে মহেশখালে এ ঘটনা ঘটেছে। বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পর্যায়ক্রমে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম।
মৃত দুই কিশোরীর মধ্যে মুন্নি আক্তার (১৪) নগরীর হালিশহরে মহেশখাল পাড়ে ইসলামিয়া ব্রিকফিল্ড কলোনির বাসিন্দা মো. ইউসুফের মেয়ে, আর ঝুমা আক্তার (১৭) একই এলাকার মো. জামালের মেয়ে।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের অফিসার জাহিদুল ইসলাম চৌধুরী সারাবাংলাকে জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে মুন্নি ও ঝুমা খালে পড়ে পানিতে তলিয়ে যায়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে খবর দেওয়া হয়। ১০ মিনিটের মধ্যে ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তিনি। তল্লাশি শুরুর পর রাত ৮টা ১০ মিনিটে মুন্নির লাশ পাওয়া যায়। বুধবার ভোর সোয়া ৬টায় পাওয়া গেছে ঝুমার লাশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জাহিদুল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) অতিবৃষ্টি হয়েছিল। দুপুরে জোয়ার আসে। খালের পানি এসে পড়ে মহেশখালের গাইড ওয়ালেও। আমরা যখন সেখানে যাই, তখনো গাইড ওয়ালের ওপর এক কোমড় সমান পানি ছিল। সেই গাইড ওয়াল ধরে হাঁটছিল মুন্নি ও ঝুমা। একপর্যায়ে অসাবধানতাবশত দু’জন খালে পড়ে যায়। আনুমানিক ১০ বছর বয়সী এক শিশু সেটা দেখে চিৎকার দেয়, নিজেই তাদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু একজন শিশুর পক্ষে তো সেটা সম্ভব না। দু’জন খালে তলিয়ে যায়।’
দু’জনের লাশ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাহিদুল ইসলাম চৌধুরী।