করোনার ওষুধ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ১
২২ জুলাই ২০২০ ১৮:২৫ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৯:০৬
চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট কোভিড-১৯ রোগের ওষুধ বিক্রির নামে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গ্রেফতার ব্যক্তি হোমিওপ্যাথি ওষুধ বিক্রেতা বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি মাহমুদুল হাসান মামুন।
গ্রেফতার বিশ্বজিৎ আচার্য (৪৩) নগরীর উত্তর কাট্টলী এলাকার মৃত ভাস্কর আচার্যের ছেলে।
এএসপি মামুন সারাবাংলাকে বলেন, ‘বিশ্বজিতের বাবা হোমিও চিকিৎসক ছিলেন। উনার মৃত্যুর পর চেম্বারে বসেন বিশ্বজিৎ। তবে তার কোনো চিকিৎসা সনদ নেই। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর প্রতিষেধক বিক্রির নামে সে বিজ্ঞাপন প্রচার করে। এরপর সাধারণ জনগণকে প্রতারিত করে উচ্চমূল্যে কিছু হোমিও ওষুধ বিক্রি করছে। বাস্তবে এসব ওষুধের করোনা প্রতিষেধক হিসেবে কোনো স্বীকৃতি নেই। প্রতারণার খবর পেয়ে ওই চেম্বারে অভিযান চালিয়ে তাকে চার বোতল হোমিও ওষুধসহ গ্রেফতার করেছি।’
বিশ্বজিতের বিরুদ্ধে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়ছে র্যাব কর্মকর্তা মামুন।