Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির হাট মনিটরিংয়ে ডিএনসিসির ১০ সদস্যের কমিটি গঠন


২২ জুলাই ২০২০ ১৮:৪৮

কেউ কেউ করছেন ভিডিও। সেই ভিডিওতে গরু দেখে প্রতিক্রিয়া জানাচ্ছেন পরিবারের সদস্যরা। তাদের মত নিয়ে চূড়ান্ত হচ্ছে কোরবানির গরু

ঢাকা: কোরবানি পশুর হাটে স্বাস্থ্যবিধি এবং অন্যান্য শর্ত সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা মনিটরিংয়ের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

কমিটির আহবায়ক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান। অন্যান্য সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান; ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা; ১৪ নম্বর ওয়ার্ড মো. হুমায়ুন রশীদ; ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসহাক মিয়া; ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন; ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম; ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন; ১০ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা আক্তার মিতা ও ১৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা।

তবে কমিটির পাশাপাশি প্রতিটি হাটে স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্ত মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করতে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

কোরবানি টপ নিউজ ডিএনসিসি পশুর হাট

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর