Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মেহেরপুরের কামারপাড়ায়


২৩ জুলাই ২০২০ ১০:০০ | আপডেট: ২৩ জুলাই ২০২০ ১০:৫১

মেহেরপুর: প্রতিবছরের মতো এবারও কোরবানি ঈদ উপলক্ষে ব্যস্ত সময় পাড় করছেন মেহেরপুরের গাংনীর কামাররা। মাংস কাটার জন্য দা, বটি, ছুরি, ডাসা তৈরি করছেন, কেউ কেউ সেগুলোতে সান দিচ্ছেন। তবে রোজগার আগের মতো নেই তাদের। ক্রেতার সংখ্যাও অনেক কম। এ ছাড়া লোহা ও ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় পশু কাটার অস্ত্র বানাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানিয়েছেন কামাররা।

তারা জানান, বছরের অন্য সময়ে দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হলেও এ সময়ে প্রতিদিন আয় হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা।

বিজ্ঞাপন

ষোলটাকা গ্রামের বুদুই কামার বলেন, ‘পশু কাটার জন্য বিভিন্ন দোকানে তৈরি করা সব সরঞ্জামই কিনতে পাওয়া যাচ্ছে। ফলে আগের মতো কামারদের কাছে কেউ আসে না। অন্যদিকে লোহা ও ইস্পাতের মূল্য বৃদ্ধির কারণে অস্ত্র বানাতে হিমশিম খাচ্ছে কামাররা। এ ছাড়াও বিভিন্ন হার্ডওয়ার দোকানে চায়না থেকে আমদানী করা মাংস চুরানোর ধারালো অস্ত্র পাওয়া যাচ্ছে। শহরের মানুষ সেগুলো কেনে, কামারদের কাছে অনেকেই আসেন না। এখন মাঠের ফসল আবাদের কারণে যেসব অস্ত্রের দরকার সেগুলোই তৈরি হচ্ছে।’ একই কথা জানালেন আমতৈল গ্রামের মুকুন্দু কামার ও মদন।

ক্রেতারা জানান, ডাসা, ছুরি বটি সান দিতে ৫০ টাকা থেকে ৬০ টাকা। বটি তৈরি করতে ৭০০ থেকে ৮০০ টাকা নিচ্ছেন কামাররা। গত বছর মাংস কাটার যে ডাসার দাম ছিল ১৫শ টাকা সেই ডাসার দাম দুই হাজার টাকা হয়েছে।

মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর