Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক লাখ গাছ রোপণ করবে ডিএসসিসি


২২ জুলাই ২০২০ ১৭:০০

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় এক লাখ চারা গাছ রোপণ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (২২ জুলাই) দুপুরে নগর ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন শেষে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী সারাদেশে ১ কোটি গাছের চারা রোপণ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সেই মহতি অভিযাত্রায় ডিএসসিসি যোগ্য অংশীদার হতে চায়। সে লক্ষ্যে আজ থেকে ডিএসসিসি’র আওতাভুক্ত এলাকায় এক লাখ গাছের চারা রোপণ করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বনায়ন বৃদ্ধি করার জন্য, পরিবেশ সুসংহত করার জন্য ডিএসসিসি আজ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাব্যাপী এক লাখ চারা গাছ রোপণ কার্যক্রম শুরু হলো।’

এ সময় ডিএসসিসি মেয়র নগর ভবন প্রাঙ্গণে তিনটি কৃষ্ণচূড়া ও দুইটি রাধাচূড়া গাছের চারা রোপণ করেন।

ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, সচিব আকরামুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসি ঢাকা সিটি করপোরেশন ঢাকার মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র তাপস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর