কোভিড-১৯: নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু
২২ জুলাই ২০২০ ১৬:৪৩ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৯:৪৩
নারায়ণগঞ্জ: সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক জনের মৃত্যু হয়েছে। তিনি সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মো. ইমতিয়াজ এই তথ্য জানান।
তিনি আরও জানান এলাকা ভিত্তিক মৃতের তালিকায় – আড়াইহাজারে চার জন, বন্দর উপজেলায় তিন জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭ জন, রূপগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩ জন, সোনারগাঁও উপজেলায় ১৮ জন রয়েছেন।
একই সময়ে জেলায় ১৫৯ নমুনা পরীক্ষার পর নতুন করে সাতজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে পাঁচ হাজার ৭৭৯ জন। তাদের মধ্যে পাঁচ হাজার ২৬১ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ৩০ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়েছে।