Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভার্চুয়াল কোর্টে জামিন হয়নি ডেসটিনির হোসেন ও রফিকুলের


২২ জুলাই ২০২০ ১৫:১৩ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৭:৫৫

ঢাকা: মানি লন্ডারিংয়ের দুই মামলায় ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চে তাদের জামিন আবেদনের শুনানি হয়।

শুনানি শেষে আদালত তাদের জামিন না দিয়ে নিয়মিত কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেছেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু ও মো. মাইনুল হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, দুই মামলায় পৃথক পৃথক চারটি আবেদনে মেডিকেল গ্রাউণ্ডে জামিন চেয়েছিলেন ডেসটিনির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আদালত শুনানি নিয়ে জামিন না দিয়ে নিয়মতি কোর্ট খোলা পর্যন্ত মুলতবি করেছেন। একই সঙ্গে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক কীভাবে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকছেন সে বিষয়ে দুদককে আবেদন করতেও পরামর্শ দিয়েছেন আদালত।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে দুটি মামলা হয়।

দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে অর্থ অন্যত্র স্থানান্তরের অভিযোগ আনা হয়। এ মামলায় গতকাল ২১ জুলাই তারা জামিন চেয়ে আবেদন করেছিলেন।

২০০০ জামিন টপ নিউজ ডেসটিনি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর