Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে হার্ট অ্যাটাকে হত্যা মামলার আসামির মৃত্যু


২২ জুলাই ২০২০ ১৪:১৬ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৪:১৭

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে হার্ট অ্যাটাকে অসুস্থ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হত্যা মামলার আসামি আবুল কাশেম কাসু (৫৭) মারা গেছে।

বুধবার (২২ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আবুল কাশেম কাসু শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা পশ্চিমপাড়া গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে।

সিরাজগঞ্জ জেল সুপার আল মামুন জানান, আবুল কাশেম বুধবার ভোরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জেল সুপার বলেন, ‘আবুল কাশেম হত্যা মামলার আসামি ছিলেন। তার হাজতি নাম্বার ১৫৩২/১৮ ও শাহজাদপুর থানার মামলা নম্বর-১৫/১৮। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফয়সাল আহমেদ জানান, ভোরে রোগীকে হাসপাতালে নিয়ে এলে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকে মারা যান তিনি।

আসামি কারাগার মৃত্যু সিরাজগঞ্জ হার্ট অ্যাটাক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর