এমপি পাপলুর দ্বৈত নাগরিকত্ব বিষয়ে জাতিকে জানাতে আইনি নোটিশ
২২ জুলাই ২০২০ ১৩:২২ | আপডেট: ২২ জুলাই ২০২০ ১৩:২৪
ঢাকা: কুয়েতে গ্রেফতার লক্ষীপুর-২ আসনের সংসদ শহীদ ইসলাম পাপলুর দ্বৈত নাগরিকত্ব আছে কি-না তা জাতিকে জানানোর অনুরোধ করে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ‘কুয়েতের ব্যবসায়ী বাংলাদশের লক্ষীপুর-২ সংসদীয় আসনের এমপি শহীদ ইসলাম পাপলু কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে সে দেশের জেলে আছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে কুয়েতের প্রচলিত আইনের বিধান মতে মামলা দায়েরের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানা গেছে। তার বিতর্কিত কর্মকাণ্ডে বিশ্বের বুকে বাংলাদেশর মান সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।’
নোটিশে আরও বলা হয় ‘পাপলু একজন বাংলাদেশি নাগরিক হয়েও কিভাবে বহির্বিশ্বে শত শত কোটি টাকার ব্যবসায়ী কার্যক্রম পরিচালিত করছে তা নিয়ে মানুষের মাঝে কৌতূহল রয়েছে। এছাড়া এমপি পাপলু কুয়েতের নাগরিক কি-না এই বিষয়েও সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।’
‘কেননা দ্বৈত নাগরিক হলে বাংলাদেশের সংবিধান ও নাগরিকত্ব আইন অনুযায়ী বৈধ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকে কি-না সে বিষয়ে জনগণের মনে প্রশ্ন রয়েছে। তাই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এমপি পাপলু দ্বৈত নাগরিক কি-না সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক গণমাধ্যমের মাধ্যমে জাতিকে জানাতে অনুরোধ করা হলো’- বলে নোটিশে উল্লেখ করা হয়।