সিপিবির সাধারণ সম্পাদক শাহআলম করোনায় আক্রান্ত
২২ জুলাই ২০২০ ০০:২০ | আপডেট: ২২ জুলাই ২০২০ ০৯:২৩
চট্টগ্রাম ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান বাম নেতা মুক্তিযোদ্ধা মো. শাহআলম। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২১ জুলাই) নমুনা পরীক্ষার প্রতিবেদনে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
শাহআলম সারাবাংলাকে জানিয়েছেন, চার দিন আগে তিনি মৃদু জ্বর ও কাশিতে আক্রান্ত হন। সোমবার নগরীর আসকার দিঘীর পাড়ে তার বাসায় এসে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন।
‘এখন জ্বর তেমন নেই। কাশি আছে। চিকিৎসকের পরামর্শে বাসায় আছি,’— বলেন শাহআলম।
ষাটোর্ধ্ব বাম নেতা শাহআলম সিপিবির চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিন বছর আগে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শাহআলম চট্টগ্রামে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন। বরেণ্য মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি চট্টগ্রামে সর্বমহলে শ্রদ্ধার পাত্র হিসেবে বিবেচিত।
কোভিড-১৯ নভেল করোনাভাইরাস মো. শাহআলম সিপিবি সিপিবি সাধারণ সম্পাদক