রিমান্ডে থাকা সাহেদের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা
২১ জুলাই ২০২০ ২২:৩৭ | আপডেট: ২২ জুলাই ২০২০ ০৪:০১
ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। এরই মধ্যে র্যাবের হাতে গ্রেফতারের পর রিমান্ডে আছেন সাহেদ।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান সোমবার (২০ জুলাই) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মেহেদী আজ মঙ্গলবার (২১ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন- সাহেদের বিরুদ্ধে মামলা তদন্তের অনুমতি পেল র্যাব
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বর্তমানে সাহেদ প্রতারণায় মামলা ১০ দিনের রিমান্ডে রয়েছেন।
এর আগে, তিন কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাহেদের বিরুদ্ধে ১৩ জুলাই গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত।
আরও পড়ুন-
সাহেদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ৪ ব্যাংকে দুদকের চিঠি
রিজেন্ট চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মধ্যরাতে সাহেদকে নিয়ে অভিযান, অস্ত্র-মাদক জব্দের পর দুই মামলা
অর্থ আত্মসাৎ-পাচারের অভিযোগে সাহেদের বিরুদ্ধে মামলা করবে দুদক
অর্থ আত্মসাৎ গ্রেফতারি পরোয়ানা টপ নিউজ মো. সাহেদ রিজেন্টের চেয়ারম্যান সাহেদ