গরুর খামারে ‘চুরি করতে এসে’ চট্টগ্রামে ধরা ২ যুবক
২১ জুলাই ২০২০ ২১:০৯ | আপডেট: ২১ জুলাই ২০২০ ২১:২৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঈদুল আজহাকে সামনে রেখে তারা চট্টগ্রাম নগরীতে গরু চুরি করতে এসেছিল বলে জানিয়েছে ডিবি।
সোমবার (২০ জুলাই) গভীর রাতে নগরীর আকবর শাহ থানার এ কে খান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-বন্দর) আবু বক্কর সিদ্দিক।
গ্রেফতার দু’জন হলেন— গাজীপুর জেলার জসীম উদ্দীন মালু (২৮) ও বগুড়া জেলা মো. তারাজুল (২৪)।
গোয়েন্দা কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার দু’জন আন্তঃজেলা চোর চক্রের সদস্য। চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, বগুড়া, গাইবান্ধা এলাকায় চুরি-ডাকাতির সঙ্গে তাদের জড়িত থাকার তথ্যপ্রমাণ আছে। মালুর বিরুদ্ধে ৯টি ও তারাজুলের বিরুদ্ধে ১০টি মামলা আছে।’
‘চট্টগ্রাম নগরীতে পৌঁছানোর পরপরই গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের গ্রেফতার করেছি। ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে নগরীর বিভিন্ন খামারে রাখা কোরবানির গরু চুরি করতে তারা চট্টগ্রামে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এর আগেও তারা নগরীর হালিশহরে একটি খামার থেকে ১৫টি গরু চুরি করেছিল। বিভিন্ন জেলায় কমপক্ষে ১০০টি খামারে তারা চুরি সংঘটিত করেছে বলে তথ্য দিয়েছে,’— বলেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।
আবু বক্কর আরও জানান, তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।