ফয়সলকে ‘হত্যার হুমকির’ নিন্দায় বিএমএ-স্বাচিপের সভাপতি-মহাসচিব
২১ জুলাই ২০২০ ২০:৪৭ | আপডেট: ২১ জুলাই ২০২০ ২০:৫৬
চট্টগ্রাম ব্যুরো: চিকিৎসক নেতা মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরীকে বাসভবনে গিয়ে ‘হত্যার হুমকি’ দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও মহাসচিব।
মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পৃথক বিবৃতি পাঠিয়েছেন বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী এবং স্বাচিপের সভাপতি এম ইকবাল আর্সলান ও মহাসচিব এম এ আজিজ।
বিএমএ’র দফতর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ’র সই করা বিজ্ঞপ্তিতে সভাপতি ও মহাসচিবের বরাতে বলা হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের শাস্তি দিতে হবে। অন্যদিকে স্বাচিপের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ এহসান উদ্দিন খানের পাঠানো বিজ্ঞপ্তিতে সভাপতি-মহাসচিবের বরাতে বলা হয়েছে, তারা অবিলম্বের এই সন্ত্রাসী ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
গত শনিবার (১৮ জুলাই) রাতে বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী চট্টগ্রাম নগরীর চকবাজার থানায় তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে জিডি করেন। এতে তিনি উল্লেখ করেছেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৭-৮টি মোটরসাইকেলে করে ২০-২২ জন সন্ত্রাসী নগরীর মেহেদিবাগে তার বাসায় যায়। তারা প্রথমে দারোয়ানকে তার গাড়ি কোনটা জানতে চায়। দারোয়ান জানান, তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। এরপর সন্ত্রাসীরা তাকে গালিগালাজ করেন এবং চট্টগ্রাম মেডিকেলে গিয়ে খুন করবেন বলে চিৎকার করতে থাকেন।
ফয়সল চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় ১১ চিকিৎসককে আসামি করে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে বিএমএ চট্টগ্রাম শাখার নেতারাও একাত্মতা প্রকাশ করেন।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. ওসমান ফরহাদের সভাপতিত্বে ও সদস্য সচিব তাজওয়ার রহমান অয়নের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান, পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. বাদল, বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী, চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান এবং চমেকসু ভিপি এম এ আউয়াল রাফি।
বিএমএ মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী সভাপতি-মহাসচিবের নিন্দা স্বাচিপ হত্যার হুমকি