Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকিং খাতের মোট আমানত ১১ লাখ ৮১ হাজার কোটি টাকা


২১ জুলাই ২০২০ ১৭:২৮

ঢাকা: চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৮১ হাজার ২৫ কোটি টাকা। এটি গত বছরের একই সময়ের তুলনায় আমানত বেড়েছে ১ লাখ ১৬ হাজার ৪৮৯ কোটি টাকা যা ১০ দশমিক ৯৪ শতাংশ বেশি। ২০১৯ সালের জুন শেষে ব্যাংকিং খাতের আমানতের পরিমাণ ছিল ১০ লাখ ৬৪ হাজার ৫৩৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে আমানতের বিষয়টি উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুন শেষে ব্যাংকিং খাতের আমানতের পরিমাণ ছিল ১০ লাখ ৬৪ হাজার ৫৩৬ কোটি। একই বছরের ডিসেম্বর শেষে তা বেড়ে ব্যাংকিং খাতের আমানতের পরিমাণ দাঁড়ায় ১১ লাখ ৩৬ হাজার ৯৭৯ কোটি টাকা। সবশেষ চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৮১ হাজার ২৫ কোটি টাকা।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে ২০১৯ সালের একই সময়ের তুলনায় আমানত প্রবৃদ্ধি হয়েছে ১০ দশমিক ৯৪ শতাংশ। তবে ২০১৯ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকিং খাতে আমানতের বেড়েছে ৭২ হাজার ৪৪৩ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে আমানত বেড়েছে ৪৪ হাজার ৪৬ কোটি টাকা। ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থাৎ জুন থেকে ডিসেম্বরে যেভাবে আমানতের প্রবৃদ্ধি বেড়েছে। অর্থবছরের শেষ ছয় মাসে অর্থাৎ ২০১৯ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে সেভাবে আমানত বাড়েনি।

এদিকে আমানতের পাশাপাশি সঞ্চয়পত্রেও বিনিয়োগ কমেছে। সদ্যসমাপ্ত ২০১৯-২০ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে ১১ হাজার ১১ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৭৬ দশমিক ৪৩ শতাংশ কম। আগের ২০১৮-১৯ অর্থবছরের সময়ে নিট বিক্রি ছিল ৪৬ হাজার ৭১৩ কোটি টাকা। মহামারি করোনাভাইরাসের কারণে গত অর্থবছরের শেষ ছয় মাসে সেভাবে আমানত বাড়েনি। করোনাভাইরাসের এ অচলাবস্থা অব্যাহত থাকলে আগামীতে আমানত আরও কমবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

আমানত টপ নিউজ টাকা ব্যাংকিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর