Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহেদের বিরুদ্ধে মামলা তদন্তের অনুমতি পেল র‌্যাব


২১ জুলাই ২০২০ ১৭:১০

ঢাকা: এখন থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে করা মামলার তদন্ত করবে র‌্যাব। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি পেয়েছে পুলিশের এলিট এই সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর মামলার যাবতীয় ডকুমেন্টস র‌্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব সদর দফতরের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাহেদকে গ্রেফতারের পরদিন ১৬ জুলাই র‌্যাবের দায়ের করা মামলাটি তদন্তের জন্য্য অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার মামলার তদন্তের জন্য র‌্যাবকে বিশেষ অনুমতি দিয়েছে। এখন থেকে র‌্যাব মামলার তদন্ত করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মামলার যাবতীয় কাগজপত্র হাতে পেয়েছি। সাহেবকেও আনা হয়েছে। রিমান্ডে বাকি দিনগুলোতে সাহেদকে র‌্যাব-১-এ রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গত ৭ জুলাই র‌্যাব-১-এর পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে। তার আগের দিন ৬ জুলাই পরীক্ষা না করেই কোভিড-১৯ করোনা রোগীর সার্টিফিকেট দেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালটির দুই শাখা সিলগালাও করে দেয় র‌্যাব।

এর আগে সম্রাট, জি কে শামীম ও খালেদসহ ক্যাসিনো কাণ্ডে গ্রেফতারদের মামলার তদন্তেও করে র‌্যাব। এরইমধ্যে আদালতে অনেক মামলার চার্জশিটও জমা দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

করোনা টপ নিউজ মামলা র‍্যাব সাহেদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর