মাহবুবুল হক চিশতিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
২১ জুলাই ২০২০ ১৬:১৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২০ ১৮:০০
ঢাকা: ৬২ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ জুলাই) দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগে গতকাল কমিশন মামরা দায়েরের অনুমোদন দেয়।
চিশতি ছাড়া যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, বকশিগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (বর্তমানে চাকুরিচ্যুত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক মো রেদওয়ানুল কবির চৌধুরী ও পরিচালক নিম্মি কবির চৌধুরী।